ID: com.drmiaji.namaz
Version: নামাযের
Size: 0 Mb
নামাযের আহকাম (নামাজ শিক্ষা) Screenshots
How to setup নামাযের আহকাম (নামাজ শিক্ষা) apk for android
- For Android 4.0 or higher:Please to Settings, look down to Security, and select Unknown sources. Choosing this choice will enable to install apps download from the internet.
- For devices running on lower Android 4.0:
Please go to Settings - open the Applications option, and select Unknown sources, click OK on the popup alert.
নামাযের আহকাম (নামাজ শিক্ষা) Description
"নামাযের আহকাম" কেন পড়বেন?==========
ডঃ আব্দুল বাতেন মিয়াজী
---
বাজারে নামায শিক্ষার উপর অসংখ্য বই পাওয়া যায়। তথ্য প্রযুক্তির এই যুগে স্মার্টফোনের জন্যও অসংখ্য অগণিত এপস রয়েছে নামাযের নিয়মকানুনের উপর। একেকটি বই এবং এপ একেক রকম। প্রতিটি স্বতন্ত্র। তবে সবগুলোর উদ্দেশ্য ও লক্ষ্যই হলো ইসলামের পঞ্চ স্তম্ভের একটি নামায, যতোটা সম্ভব বিশুদ্ধভাবে পড়ার নিয়ম সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা। সম্প্রতি নামায নিয়ে কিছু বই বের হয়েছে যেগুলোতে দাবী করা হয় যে রাসূল ﷺ এর নামাযের অনুসরণে সেগুলো লেখা, বাস্তবে সেগুলো মিথ্যাচার করে মানুষকে গোমরাহ করার নীলনকশা ছাড়া আর কিছুই নয়। কাজেই অন্যান্য বিষয়ের মতো নামায শিক্ষার বই পড়তে গেলেও আমাদের সাবধানতা অবলম্বন করা জরুরী হয়ে পড়েছে।
বিশ্বে মুসলমান জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই হানাফী মাজহাবের অনুসারী। আর আমাদের বাংলাভাষী প্রায় সমস্ত মুসলমান জন্মসূত্রেই হানাফী। রাসূল ﷺ যে তিনটি যুগের কথা জোর দিয়ে বলেছেন এবং যে তিনটি যুগকে সত্যের মাপকাঠি হিসেবে আখ্যায়িত করেছেন সে তিনটি যুগ হলো সাহাবা, তাবেঈ এবং তাবে-তাবেঈন গণের যুগ (আল্লাহ্ পাক তাঁদের সবার প্রতি সন্তুষ্ট থাকুন)। আর মাজহাবের সমস্ত ইমামগণ এই তিন যুগেরই অন্তর্ভুক্ত। তন্মধ্যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হলেন সর্বজ্যেষ্ঠ। অর্থাৎ তিনি প্রায় ১০ জন সাহাবার দেখা পেয়েছেন এবং তাঁদের প্রদর্শিত আমলগুলো তিনি তাঁর মাজহাবে অন্তর্ভুক্ত করেছেন। তাঁর প্রতিটি আমল সহীহ হাদিস দ্বারা প্রমাণিত।
ফলে দাওাতে ইসলামীর "নামাযের আহকাম" অন্যান্য নামায শিক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই মূল্যবান গ্রন্থটিতে হানাফী মাজহাবের অনুসরণ করা হয়েছে। তাছাড়া যে কোন আমলের পূর্ব শর্তই হলো সহীহ ও খাঁটি ঈমান। আর ঈমানের মূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ । এই গ্রন্থের প্রতি রন্ধ্রে রন্ধ্রে রাসূলপ্রেমের এক অনিন্দ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে। নামাযের মতো গুরুত্বপূর্ণ আমলেও রাসূলপ্রেম বিদ্যমান। অনান্য নামায শিক্ষা বইগুলো থেকে এ কারণেই এই গ্রন্থটি আলাদা। কেবলা মুখী হয়ে রুকু-সেজদা করার নামই নামায নয়। শুদ্ধ এবং সঠিক ভাবে প্রতিটি রোকন ও নিয়মকানুন রাসূল ﷺ এর নির্দেশিত নিয়মে পালন করাই হলো মূল লক্ষ্য। যে নামাযে হুব্বে মোস্তফা ﷺ বা রাসূলপ্রেম বিদ্যমান সে নামায আল্লাহ্ পাকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য।
এই গ্রন্থে যে সমস্ত বিষয় অত্যন্ত সুন্দর ও সঠিক ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো হলোঃ
১। অযু, অযুর ফযিলত, এর গুরুত্ব, এর নিয়মকানুন, অযু ভঙ্গের কারণসমূহ, মাকরূহ হবার কারণসমূহ, সর্বাস্থায় অযু সহকারে চলাফেরার ফায়দা সহ অযুর বৈজ্ঞানিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা।
২। গোসল এবং গোসলের নিয়মকানুন।
৩। আযান এবং এর গুরুত্ব। আযানের জবাব, এর আগে ও পরে দরূদ শরীফ পাঠের ফযিলত।
৪। নামাযের নিয়মকানুন বিস্তারিত বর্ণনা করা হয়েছে। প্রতিটি খুঁটিনাটি বিষয় অত্যন্ত সুচারুরূপে পাঠকের সামনে তুলে ধরা হয়েছে। যাতে সাধারণ শিক্ষিত মানুষও খুব সহজে সব ব্যাপারে ভালো মতো আয়ত্ব করে নামাযের সঠিক রোকন পালন করতে পারেন।
৫। ঈদ ও জুমার নামাযের বিস্তারিত বিবরণ।
৬। তারাবীহর নামাযে বিবরণ যাতে মানুষ বর্তমান কালের বিভিন্ন দল ও মতের মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হন।
৭। জানাযা নামায এবং এর সাথে সংশ্লিষ্ট আমলসমূহ। মৃত মানুষের কাপন ও দাপনের নিয়মাবলী, আমাদের মৃত আত্মীয়স্বজনের জন্য দোয়া ও ঈছালে সাওয়াব করার গুরুত্ব ও বিবরণ।
এই গ্রন্থের লেখক শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দা’ওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتۡ بَرَکَاتُہُمُ الۡعَالِیَہ
আল্লাহ্ আমাদের পরিশ্রম কবুল করুন এবং সবাইকে সঠিক ও শুদ্ধ ভাবে নামায আদায়ের তৌফিক দান করুন। আমীন।
Tags: noor nobi, imame ahle sunnat, ilyas attari, noor, durood, isale sawab, মদিনা, হায়াতুন্নাবী, দরূদ শরীফ, দরূদের ফযিলত, দরূদের ফজিলত, দরুদ, দরূদ, ডঃ আব্দুল বাতেন মিয়াজী, মিয়াজী, বাতেন, ইলিয়াস আত্তারি, আত্তারী, ইলিইয়াস আত্তারি, নামাজ, নামায, নামাজ শিক্ষা, নামায শিক্ষা, নামাজের আহকাম, নামাযের আহকাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জামায়াত, জামাআত, সুন্নী, সুন্নি, নবীপ্রেম, নবীজী, নবীজি, আ'লা হযরত
What's new in নামাযের আহকাম (নামাজ শিক্ষা) নামাযের
* একটি অধ্যায়ে ব্যাক বাটনে ভুল স্থানে indicate করতো। তা ঠিক করা হয়েছে।* কয়েকটি বানান এডিট করা হয়েছে।
* আরবি ফন্ট পরিবর্তন করে নূরে হিরা দেয়া হয়েছে। এখন আরবি লেখাগুলো আরো সুন্দর দেখাচ্ছে।
* কয়েকটি অধ্যায়কে একত্র করা হয়েছে।
Download নামাযের আহকাম (নামাজ শিক্ষা) lastet APK
Search terms:
How to download নামাযের আহকাম (নামাজ শিক্ষা) নামাযের apk for pc
How to use নামাযের আহকাম (নামাজ শিক্ষা) unlimited apk
How to mod নামাযের আহকাম (নামাজ শিক্ষা) নামাযের apk
How to get নামাযের আহকাম (নামাজ শিক্ষা) mod apk