ID: com.drmiaji.anowaremadina
Version: 1.0
Size: 0 Mb
আনওয়ারে মদিনা (দরূদের ফযিলত) আল্লামা সিরাজনগরী Screenshots
How to install আনওয়ারে মদিনা (দরূদের ফযিলত) আল্লামা সিরাজনগরী apk for android
- For Android 4.0 or higher:Please to Settings, look down to Security, and select Unknown sources. Choosing this choice will enable to install apps download from the internet.
- For devices running on lower Android 4.0:
Please go to Settings - open the Applications option, and select Unknown sources, click OK on the popup alert.
আনওয়ারে মদিনা (দরূদের ফযিলত) আল্লামা সিরাজনগরী Description
ভূমিকাبسم الله الرحمن الرحيم
নাহমাদুহু ওয়ানুসাল্লি ’আলা রাসূলিহিল কারীম।
সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। যিনি এ বিশ্ব জাহানের খালিক বা সৃষ্টিকর্তা। দরূদ ও সালাম নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার উম্মত হিসেবে আল্লাহপাক আমাদেরকে কবুল করেছেন।
‘হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর বংশের উজ্জ্বল নক্ষত্র একাদশ শতাব্দীর দশম মুজাদ্দিদ, মুজাদ্দিদে আলফেসানী আলাইহির রহমত তদীয় মাকতুবাতে ইমামে রাব্বানী নামক কিতাবের ৮নং মাকতুবাত এর ১/৫৬ পৃষ্ঠায় (উর্দু) উল্লেখ করেন, ‘ফিরকায়ে সহিহা’ বা নাজাতপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জাহেরী আলেমগণ যদিও কোন কোন আমলে ভুলত্রুটিকরে থাকেন, তথাপি আল্লাহ তা’য়ালার জাত ও সিফাতের প্রতি তাদের আক্বীদাসমূহ সঠিক বা নির্ভেজাল রয়েছে। তাদের সঠিক আক্বীদা বা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদার জামাল বা সৌন্দর্য তাদেরকে এরূপ নূরানিয়তের ��ধিকারী করে দেয় যে, সে ঈমানী নূরের উজ্জ্বলতার দরুণ তাদের ত্রুটিসমূহ মুছে যায় বা অসার হয়ে যায়।
অপরদিকে সূফিগণের মধ্যে কতেক সূফি রিয়াজত ও মুজাহাদা অর্থাৎ এবাদতের কঠোর পরিশ্রম থাকা সত্ত্বেও আল্লাহ তা’য়ালার জাত ও সিফাতের প্রতি শুদ্ধ আক্বীদা না থাকার দরুণ তাদের আমলসমূহ বেকার। যেহেতু তাদের আক্বীদা অশুদ্ধ তাই তাদের ঈমানের নূরও নেই। এ ধরণের সূফিগণের রিয়াজত বা এবাদতের কঠোর পরিশ্রমের কোনই মূল্য নেই।
আল্লাহ পাকের দরবারে সদা-সর্বদা ইস্তেগফার করার সাথে সাথে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে দরূদশরীফ পাঠ করা অপরিসীম ফজিলত ও বরকতময় ইবাদত। আমাদের জীবনের যাবতীয় ইবাদত-বন্দেগি মহান আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার একমাত্র উসিলাই হলো অধিক পরিমাণে ইস্তেগফারসহ বেশি বেশি দরূদশরীফ পাঠের অভ্যাস করে নেয়া। দরূদশরীফের ফজিলত, মহত্ব ও গুরুত্বের উপর অনেক সুন্নি উলামায়ে কেরামগণ যুগযুগ ধরে বহু মূল্যবান কিতাবাদী রচনা করেছেন এবং দরূদশরীফ পাঠের বরকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হওয়ার বর্ণনাও দিয়েছেন তাদের কিতাবাদীতে। তাই উম্মতে মুহাম্মদীর জন্য দরূদশরীফ পাঠ করা এক গুরুত্বপূর্ণ আমল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদাপ্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। পৃথিবীর যে কোন স্থান থেকে তাঁর উপর দরূদ পাঠ করলে তিনি দরূদশরীফের আওয়াজ নিজ কান মোবারক দ্বারা শুনতে পান। তিনি নিজেই বলেন, ‘আমার মহব্বতি উম্মতের দরূদশরীফ আমি নিজ কান মোবারক দ্বারা শুনি ও তাদের চিনি।’
তাই বিখ্যাত কিতাবাদীর আলোকে দরূদশরীফ পাঠের আদব, মহত্ব, ফজিলত ও ক্ষেত্রসমূহ অত্র পুস্তকে সন্নিবেশিত করেছি। এবং আমলি মাসআলা বয়ানের পাশাপাশি ঈমানী মাসআলাও আলোচনা করেছি। যাতে এ অধম গোনাহগার ও আমার ভক্ত, মুরিদ, আশিকীন, ছালেকীন, সুন্নি মুসলমান ভাই-বোনেরা এ ক্ষুদ্র পুস্তক থেকে প্রতিটি আমল সুন্নত মোতাবেক নিয়মিত আদায়ের সাথে অধিক পরিমাণে বিভিন্ন দোয়া ও দরূদশরীফ পাঠ করে যেন মদিনা ওয়ালার দিদার লাভ করতে সক্ষম হই।
আমার এ পুস্তক প্রণয়নে যারা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমাকে সহযোগিতা করেছেন তারা হলেন, সিরাজনগর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শেখ সিরাজুল ইসলাম আলকাদেরী, অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শেখ জুবাইর আহমদ রহমতাবাদী ও আমার স্নেহের বড়ছেলে অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি শেখ শিব্বির আহমদ (সাহেবজাদায়ে সিরাজনগরী)।
যাদের আর্থিক সাহায্যে বইটি ত্বরিৎ প্রকাশ পেল তাদের দানের জন্য আল্লাহ তা’য়ালার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহপাক যেন আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করেন। আমিন।
গ্রন্থকার
Tags: anoware madina, allama siraj nogori, durood, আনওয়ারে মদিনা, দরূদ শরীফ, দরূদের ফযিলত, দরূদের ফজিলত, দরুদ, দরূদ, আনওয়ারে মদীনা, ডঃ আব্দুল বাতেন মিয়াজী, মিয়াজী, বাতেন, আব্দুল করীম, সিরাজনগরী, আল্লামা সিরাজনগরী, আহলে সুন্নাত ওয়াল জামাত, জামায়াত, জামাআত, সুন্নী, সুন্নি, নবীপ্রেম, নবীজী, নবীজি
Tags: kalema, abdul jalil, imaan, tawhid, risalat, Anoware madina, allama siraj nogori, abdul karim, abdul karim sirajnogori, abdul karim siraj nogori, dorood, durood, love for prophet, prophet's love, prophet, ঈমান, কালেমা, কালেমার হাকিকত, কালেমার হাক্বীক্বত, ইসলাম, আল্লামা হাফেয আব্দুল জলিল, আব্দুল জলীল, আব্দুল বাতেন, মিয়াজী, আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাতিল ফের্কা, আহলে হাদিস, লা-মাজহাবী, দেওবন্দি, তাউহিদ, রিসালাত, তাউহিদ ও রেসালাত, তৌহিদী জনতা, শানে রেসালাত, ইলমে গায়েব, ইলম, হাযির, নাযির, হাজির, নাজির, আমিয়াপুর
What's new in আনওয়ারে মদিনা (দরূদের ফযিলত) আল্লামা সিরাজনগরী 1.0
দরূদের উপর চমৎকার একটি এপ।Download আনওয়ারে মদিনা (দরূদের ফযিলত) আল্লামা সিরাজনগরী patch 1.0 APK
Search terms:
How to download আনওয়ারে মদিনা (দরূদের ফযিলত) আল্লামা সিরাজনগরী patch 1.0 apk for bluestacks
How to use আনওয়ারে মদিনা (দরূদের ফযিলত) আল্লামা সিরাজনগরী unlimited apk
How to mod আনওয়ারে মদিনা (দরূদের ফযিলত) আল্লামা সিরাজনগরী 1.0 apk
How to get আনওয়ারে মদিনা (দরূদের ফযিলত) আল্লামা সিরাজনগরী unlimited apk